আলিনুর মন্ডল, বসিরহাট: ভোটের দামামা বাজতেই উত্তাল হয়ে উঠলো রাজ্য রাজনীতি। মুসলিম ভোট ব্যাংক ধরে রাখতে মরিয়া সব পক্ষই। 2011 সালের আগের মুসলিম ভোট বাম এবং কংগ্রেস এর মধ্যে ভাগ হয়ে যেত, কিন্তূ 2011 সাল থেকে তৃণমূলও ভাগ বসাতে শুরু করে সেই ভোটে।
2021 বিধানসভা নির্বাচন কে সামনে রেখে রাজ্য রাজনীতিতে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী ঘোষণা করেন তিনি দলিত আদিবাসী পিছিয়ে পড়া মুসলিম দের কে নিয়ে নতুন দল গড়বেন। তার উপরে মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি ফুরফুরা শরীফে এসে আব্বাস সিদ্দিকীর সাথে বৈঠক করেন এবং তিনি ঘোষণা করে বাংলায় আব্বাস এর নেতৃত্ব মিম ভোটে লড়বে, আব্বাস এবং ওয়াইসি এই জোটে চিন্তায় শাসক দল। আব্বাস সিদ্দিকী তিন চার মাস ধরে ইসলামিক জলসায় যে ভাবে বর্তমান শাসক দলের উপরে একের পর এক ক্ষোভ উগরে দিচ্ছে এবং জলসায় যে ভাবে লোকের সমাগম হচ্ছে তা দেখে চিন্তার ভাজ শাসক দলের।
মুসলিম ভোট ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। তড়িঘড়ি আজকে হাজি নুরুল ইসলামের নেতৃত্ব তাই তৃণমূল ভবনে মাইনোরিটি সেলের এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা