নতুন রাজ্য কমিটি ঘোষণা করলেন দিলীপ ঘোষ, নাম নেই মুকুলের

নতুন রাজ্য কমিটি ঘোষণা করলেন দিলীপ ঘোষ, নাম নেই মুকুলের

এনবিটিভিডেস্কঃ  ২১ এই বিধানসভা নির্বাচন। এরই মধ্যে তোড়জোড় শুরু করে দিয়েছি রাজ্য বিজেপি। আজ সোমবার বিজেপির রাজ্য সদর দপ্তর থেকে নতুন কমিটি ঘোষণা করলেন দিলীপ ঘোষ। যার মধ্যে রয়েছে ব্যাপক বদল।

তিনি জানান, দেশজুড়ে লকডাউন শুরুর আগেই এই কমিটি দিল্লিতে গিয়ে চূড়ান্ত করে এসেছিলেন তিনি। তবে করোনা সংক্রমণের কারণে এত দিন তা ঘোষণা করেন নি তিনি। আজ অর্থ্যাৎ ১ জুন থেকে সর্বস্তরে একাধিক শিথিলতা দেওয়ায় নতুন কমিটি ঘোষণা করা হল বলে জানান তিনি। তবে সেই তালিকায় না নেই তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া মুকুল রায়ের।

নিন্মে সেই তালিকা উল্লেখ করা হল–

রাজ্য বিজেপির সহ সভাপতি পদে নিয়োগ করা হল। তারা হলেন-

১. বিশ্বপ্রিয় রায়চৌধুরী

২. সুভাষ সরকার

৩. প্রতাপ বন্দ্যোপাধ্যায়

৪. দেবাশিস মিত্র

৫. রাজকমল পাঠক

৬. রাজু বন্দ্যোপাধ্যায়

৭. জয়প্রকাশ মজুমদার

৮. রীতেশ তিওয়ারি

৯. দীপেন প্রামাণিক

১০. অর্জুন সিং

১১. ভারতী ঘোষ

১২. মাফুজা খাতুন

রয়েছেন ৫ জন সাধারণ সম্পাদক। তারা হলেন–

১. সায়ন্তন বসু

২. সঞ্জয় সিং

৩. রথীন বসু

৪. জ্যোতির্ময় সিং মাহাতো

৫. লকেট চট্টোপাধ্যায়

এছাড়া রয়েছেন ১০ জন সচিব। তারা হলেন-

১. তুষার মুখোপাধ্যায়

২. তুষারকান্তি ঘোষ

৩. অরুণ হালদার

৪. দীপাঞ্জন গুহ

৫. বিবেক সোনকর

৬. সব্যসাচী দত্ত

৭. তনুজা চক্রবর্তী

৮. ফাল্গুনি পাত্র

৯. সংঘমিত্রা চৌধুরী

১০. শর্বরী মুখোপাধ্যায়

Latest articles

Related articles