হাসান বাসীর, বহরমপুর: মুর্শিদাবাদের বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে অনুষ্ঠিত হলো ‘বাংলা মোদের গর্ব’ মেলা। জেলার হস্ত, কুটির শিল্প ,কৃষি প্রদর্শনী এবং ট্যুরিজম বিভাগ ও রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের প্রদশর্নীর রয়েছে এই মেলাতে। জানা গেছে, সব মিলিয়ে প্রায় 21 টি স্টল রয়েছে এবং এই মেলাটি চলবে 10 জানুয়ারি পর্যন্ত। জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিভিন্ন ধরনের হাতের কাজ নিয়ে এই মেলায় বসেছেন। শুক্রবার প্রদীপ প্রজ্জ্বলন করে এই মেলার শুভ সূচনা করেন অতিরিক্ত জেলা শাসক রজত নন্দা। উপস্থিত ছিলেন সংস্কৃতি দপ্তর আধিকারিক অমিত কুমার গায়েন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার শুভ উদ্বোধন করা হয়।
Popular Categories