ফুরফুরা শরিফ আহালে সুন্নাতুল জামাতের স্বামীজী স্বরণে শীতবস্ত্র দান

এনবিটিভি: ফুরফুরা শরিফ আহালে সুন্নাতুল জামাতের উদ্দ্যোগে সংগঠনের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী আলকোরাইশী ভাইজানের পৃষ্ঠপোষকতায় বর্তমানে সারা রাজ্য জুড়ে চলছে দুঃস্থ মানুষজনের মধ্যে শীতবস্ত্র দান কর্মসূচি।

আজ ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাঁর স্বরণে বস্ত্র কর্মসূচি হয়ে গেল পূর্ব মেদনীপুর জেলার পাঁশকুড়ার চৈতন্যপুর-২ অঞ্চলের মহিষডোম, তমলুক থানার অধীন কৃষ্ণগঞ্জ বাজার,কোলাঘাট থানার অধীন দেড়িয়াচক সহ জেলার বিভিন্ন প্রান্তে। এই কর্মসূচি গুলিতে উপস্থিত ছিলেন সংগঠনের সহঃ সম্পাদক পীরজাদা নওসাদ সিদ্দিকী আলকোরাইশী পৃর্ব মেদিনীপুর জেলা শাখা কমিটির আহ্বায়ক মতিবুল নায়েক, শিক্ষাবিদ ও সমাজকর্মী সামসুর আলি মল্লিক সহ বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ।
নওসাদ সিদ্দিকী স্বামীজীর ধর্মভাবনার গুরুত্ব আজকের দিনে কতটা প্রাসাঙ্গিক তা তুলে ধরেন। স্বামীজীকে ভারতীয় ধর্মনিরপেক্ষতা ও ন্যায়ের প্রতীক বলে বর্ণনা করে ভেদামুক্ত সমাজ গড়ে তোলান আহ্বান জানান।

Latest articles

Related articles