রাতের আঁধারে চুরির ঘটনায় আতঙ্ক দিল্লিশ্বরী এলাকায়

শান্তনু পাল, পশ্চিম মেদিনীপুর: বেশ কয়েকদিন চুরির ঘটনা বন্ধ থাকার পর আবারও বড়োসড়ো চুরির ঘটনা ঘটলো দাসপুর থানার জগন্নাথপুর দিল্লিশ্বরী এলাকায়।

ঘটনা সুত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে উল্লিখিত এলাকার বাসিন্দা রবি জানা তার একটি ইঞ্জিন ভ্যান প্রতিদিনের ন্যায় ঘাটাল পাঁশকুড়া সড়কের ধারে একটি অস্থায়ী বাড়ীর মধ্যে রাখে, কিন্তু শুক্রবার সকালে যখন তিনি সেই ইঞ্জিন ভ্যান নিয়ে কাজে বেরিয়ে যাওয়ার জন্য আসেন, তিনি দেখেন ঐ ইঞ্জিনভ্যানটি সেখানে নেই। শীতের রাতে অন্ধকারে দুষ্কৃতিরা চুরি করে নিয়ে পালিয়েছে।

ঘটনাস্থল থেকে ইঞ্জিনভ্যানটির চাকার দাগ দেখে অনুমান করা যায় দুষ্কৃতিরা সেটি ঠেলতে ঠেলতে ঘাটাল পাঁশকুড়া সড়ক ব্যবহার করে মেচগ্রামের দিকে নিয়ে গিয়েছে। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথপুর এলাকায় বর্তমানে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। দাসপুর থানার পুলিশ বিষয়টির তদন্ত করছে।

Latest articles

Related articles