নেতাজীর ১২৫ তম জন্মজয়ন্তীতে আবক্ষ মূর্তির উন্মোচন আসানসোলে

উজ্জ্বল দাস, আসানসোলঃ নেতাজীর ১২৫ তম জন্মজয়ন্তীতে আবক্ষ মূর্তির উন্মোচন করা হয় আসানসোল পুরনিগমের সামনে ৷ মূর্তিটি তৈরি করেন আসানসোলের ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়৷ এদিনের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, এডিডিএর চেয়ারম্যান তাপস ব্যানার্জি, বর্তমান পুর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন অমরনাথ চ্যাটার্জি, তৃণমূলের জেলা সম্পাদক অভিজিৎ ঘটক সহ আরো অনেকে ৷ নেতাজীর মূর্তি উন্মোচন করে মন্ত্রী মলয় ঘটক বলেন, শহরের প্রাণকেন্দ্রে ২৫ বছর আগে লেলিনের মূর্তি স্থাপিত হলেও নেতাজীর মূর্তি শহরের এক কোনে পড়ে থাকে৷ বর্তমানে তৃণমূল পরিচালিত পুর বোর্ড শহরের প্রাণকেন্দ্রে নেতাজীর মূর্তি স্থাপন করে পুরনিগমের ঐতিহাসিক দিন রচনা করেছে।

Latest articles

Related articles