আমান ফাউন্ডেশনের তরফে বিএসএফদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন লালগোলায়

আব্দুস সামাদ,জঙ্গিপুরঃ আজ ৭২ তম প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমান ফাউন্ডেশন নামের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবি সংগঠন জঙ্গিপুর বাহুরার ৭৮ নম্বর বাটেলিয়ানের ভারতমাতার বীরসৈনিক (BSF) দের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এছাড়াও উক্ত স্বেচ্ছাসেবী সংস্থা সহ ৭৮ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডার জয়চাঁদ সহ অন্যান্য বি এস এফ এর উদ্যোগে একটি বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়।

বিগত দশ বছর আগে জঙ্গিপুর, বাহুরা গ্রামের এক বি এস এফ কর্তা মারাজন আজকের এই বিশেষ দিনে এবং প্রতি বছরের প্রজাতন্ত্র দিবসে সেই মৃত জওয়ানের পরিবারের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এছাড়াও মৃত জওয়ানের পরিবারের সদস্য জানান বিগত ১০ বছর ধরে বাহুরা বাটেলিয়ানের পক্ষ হইতে সার্বিক ভাবে আমাদের পরিবারে প্রতি সহযোগিতা পেয়ে থাকি। আজকের প্রজাতন্ত্র দিবসে বাটেলিয়ানের কমান্ডার জয় চাঁদ মহাশয় মৃত জওয়ানের স্ত্রীর হাতদিয়ে পতাকা উত্তোলন করেন। মৃত বি এস এফ জওয়ানের স্ত্রী জানান তিনি বাহুরার সমস্ত অধিকর্তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন । এছাড়াও সেই বাটেলিয়ানের সৈনিক জওয়ানদের আমান ফাউন্ডেশনের পক্ষ হইতে পুষ্প,ডাইরি,কলম,মিষ্টি,দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরিশেষে উক্ত অনুষ্ঠান দেশাত্মবোধক,সংগীত,কবিতা আবৃতি করে আজকের অনুষ্ঠানের এখানেই ইতি করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমান ফাউন্ডেশনের অন্যতম দায়িত্বশীল মো মাইদুল ইসলাম,ডাঃ বেদারুল ইসলাম,সাব্বির শেখ,তৌহিদুর রহমান,রোজিনা খাতুন,এছাড়াও অনন্যা সদস্য বৃন্দ। উক্ত অনুষ্ঠানে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন জঙ্গিপুর গিনি হাউসের কর্ণধার রেজাউল করিম মহাশয়,ও বিজয় হার্ডওয়ারের কর্নধর বিজয় জৈন।

Latest articles

Related articles