উজ্জ্বল দাস, আসানসোলঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের এইচএলজি মোড়ে শুক্রবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের ৩২ তম পথ নিরাপত্তা মাসের কর্মসূচি গ্রহণ করা হলো ৷ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাজি, অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ শেভালে, পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন, ডিসি সেন্ট্রাল ঈশানী পাল সহ অন্যান্য অাধিকারিকরা ৷ এদিন পথ নিরাপত্তা মাসের জন সচেতনতা মূলক কর্মসূচিতে উপস্থিত হয়ে জেলা শাসক পূর্ণেন্দু মাজি বলেন, “করোনা পরিস্থিতিতে মানুষকে দুর্ঘটনার প্রবণতা এড়িয়ে চলতে হবে ৷ কারণ রেকলেস ড্রাইভিং শুধু মাত্র সামাজিক অপরাধই নয় , প্রাণ হানির আশঙ্কা থাকে ৷ একই সাথে প্রাণহাণির ঘটনায় পরিবারটিও দুর্দশার শিকার হয় ৷ পথ নিরাপত্তা মাসের কর্মসূচিতে জনসাধারণকে সচেতন করাই লক্ষ ৷ বর্তমানে এই ধরণের কর্মসূচিতে জেলায় দূর্ঘটনার প্রবনতা অনেকটাই কমিয়ে ৫০% নামিয়ে আনা গেছে ৷ আগামী দিনে এই কর্মসুচির মাধ্যমে পথ দূর্ঘটনাকে শূন্য শতাংশে নামিয়ে আনতে হবে”৷ অন্যদিকে পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন বলেন , “প্রতি ৪ মিনিটে একজন পথ দূর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান ৷ তাই পথ দূর্ঘটনা থেকে মানুষকে সচেতন থেকে নিজের জীবন ও অন্যের জীবন রক্ষা করতে হবে ৷ জেলায় ওভার লোডিং বন্ধ করতে জেলা শাসকের সাথে আলোচনার মাধ্যমে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ৷ একই সাথে জেলায় ৪৩ টি ব্ল্যাকস্পট চিহ্নিত করা হয়েছে ৷ যেখানে সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলার ব্যবস্থা করা হয়েছে”৷ এদিনের পথ নিরাপত্তা মাসের কর্মসূচিতে এডিপিসির পক্ষ থেকে এক শোভাযাত্রা বের করা হয়, উক্ত শোভাযাত্রায় সকলেই পা মেলান সাথে মানুষের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়।