নভালনী মুক্তির দাবিতে আন্দোলন রাশিয়ায়, পরিস্থিতি সামলাতে জারি লকডাউন

নিউজ ডেস্ক : বিশ্ব দেখিয়ে দিল শুধু করোনাতেই নয়, আন্দোলন সামলাতেও দরকার পড়ে লকডাউনের। কিন্তু মিলবেকি স্বস্তি! প্রশ্নের মুখে ভ্লাদিমির। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক নভালনিকে কে গ্রেফতার করা হয়। আর তারই মুক্তির দাবিতে আন্দোলনে উত্তাল হয়ে ওঠে রাশিয়া। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশকর্মীরা।

শনিবার দেশজুড়ে আন্দোলন চালিয়ে ছিল নভালনির সর্মথকরা। রবিবার ও তার ব্যতিক্রম হয়নি। রাশিয়ার টালমাটাল পরিস্থিতি সামলাতে জারি করা হয় লকডাউন। কিন্তু মানছে কে? লকডাউন কে সম্পূর্ণ উপেক্ষা করে জোর আন্দোলন চালিয়ে যাচ্ছে নাভালনী সর্মথকরা।

পরিস্থিতি সামলাতে আটক করা হয় প্রায় ৪০০০ আন্দোলনকারীকে। কনকনে শীত ও আটক হওয়ার ভয় কে উপেক্ষা করেই চলছে আন্দোলন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হাতে আন্দোলন দমনের চেষ্টা করছেন পুলিশ কর্মকর্তারা। বন্ধ করে দেয়া হয় সাতটি মেট্রো স্টেশন, বন্ধ করে দেয়া হয় রাশিয়ার প্রাণকেন্দ্র মস্কো।

আন্দোলনকারীদের মুখে নভালনি মুক্তির স্লোগানের সাথে সাথে বেশ কয়েকজনকে দেখা যায় “আমরা তোমাদের শত্রু নই” এই স্লোগানে।

Latest articles

Related articles