ফুরফুরা শরীফ হোসাইন বোখারী ফাউন্ডেশনর সম্প্রীতি সভা ও শীতবস্ত্র বিতরণ

গোঘাট, হুগলী: হুগলির গোঘাট ব্লকের সুন্দরপুর প্রাইমারি বিদ্যালয়ে এক সম্প্রীতি সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়। ফুরফুরা শরীফের বোখারি ফাউন্ডেশন এর আয়োজনে এই অনুষ্ঠানে সমস্ত স্তরের মানুষ উপস্থিত ছিলেন। পীরজাদা সৈয়দ নাজিম উদ্দিন হোসেন বোখারি হলেন সংগঠনের প্রধান।

সভায় মহারাজ দীলিপ চক্রবর্তী সকলকে রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার অনুরোধ করেন। এলাকার অসহায় ১০০০ হাজার গরিব মানুষদের হাতে কম্বল তুলে দেন বিশিষ্ট ব্যক্তিরা।

উপস্থিত ছিলেন পীরজাদা সৈয়দ আফতাব উদ্দিন হোসেন বোখারি, পীরজাদা সৈয়দ হাম্মাদ হোসেন বোখারি ও পীরজাদা সৈয়দ জিয়াউদ্দিন হোসেন বোখারি সহ অন্যান্যরা। পিছিয়ে ছিলেন না বিশিষ্ট সমাজ সেবীরাও।

এই সংগঠন সাধারণ দুস্থ মানুষদের জন্য বহু বছর ধরে জনহিতকর কর্মকান্ড চালিয়ে তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করছেন বলে জানা যায়। স্কুলছুট ছাত্র ছাত্রীদের জন্য গৌরবময় ভূমিকা পালন করছে। শিক্ষা বিষয়ক কর্মসূচী নিয়ে সংস্থার তরফ থেকে অভিনব পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে পীরজাদারা জানান।

Latest articles

Related articles