পশ্চিম বর্ধমান, আসানসোলঃ সামনে বিধানসভা ভোট আর এই ভোটকে সামনে রেখেই জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো আসানসোল সার্কিট হাউসে। পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক জেলার মুখ্য নির্বাচন অফিসার পূর্ণেন্দু মাজির নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমস্ত এডিএম, এসডিএম, বিডিও সহ জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন। জেলাশাসক জানিয়েছেন নির্বাচনকে সামনে রেখে প্রশিক্ষণ লেভেলের বৈঠক হয়েছে। অনুমান করা হচ্ছে আগামী এপ্রিল মাসেই বিধানসভা ভোট।তার আগে ভোটের খুঁটিনাটি জেনে নিতে এবং নিজেদের প্রস্তুত করতেই এই বৈঠক।
Related articles