মালদার হরিশ্চন্দ্রপুরে আয়োজিত হল বিশ্বনাথ ঝাঁ মেমোরিয়াল টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট

সেখ সাদ্দাম, মালদাঃ মাঠগুলো ধুঁকছে। খেলাধুলোর পরিকাঠামোও সে ভাবে নেই। এরই মাঝে মালদহের হরিশচন্দ্রপুর সুলতাননগরে বিশ্বনাথ ঝাঁ মেমোরিয়াল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন সুলতান নগর ক্ষিতিমোহন স্পোর্টিং ক্লাব। ক্লাবের তত্বাবধানে প্রায় ১০০০ দুঃস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণও করা হয়।

এইদিন সুলতান নগর ক্ষিতিমোহন স্পোর্টিং ক্লাব আয়োজিত বিশ্বনাথ ঝাঁ মেমোরিয়াল টি টুয়েন্টি ২০২১ জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হলো সুলতান নগর খেলার মাঠে। বুধবার অনুষ্ঠানের শুভ উদ্বোধনের কর্মসূচি ছিল। মোবাইলের যুগে খেলাধুলা হারিয়ে যাচ্ছে। মোবাইলের যুগে খেলাধুলাকে আবার ফিরিয়ে আনা দরকার। এতে শরীর মন দুই ভালো থাকে। ৭ দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। আজকে তার উদ্বোধনী অনুষ্ঠান ছিল।

Latest articles

Related articles