ইমাম সাফি, ইসলামপুর :বেকারদের কর্মসংস্থান, এসএসসিতে স্বচ্ছভাবে নিয়োগ, স্কুলে পঠনপাঠন চালু সহ একাধিক দাবি জানিয়ে বামপন্থী ছাত্রযুব সংগঠনের ডাকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল বৃহস্পতিবার। এই নবান্ন অভিযানে ছাত্রযুবদের উপর পুলিশি হামলা হয়। পুলিশের এই বর্বরচিত আক্রমণের প্রতিবাদে বামফ্রন্টের ডাকে শুক্রবার রাজ্য জুড়ে ১২ ঘন্টার বনধের ডাক দেওয়া হয়।
শুক্রবার বনধ সফল করতে সকাল সকাল পথে নামতে দেখা যায় বামপন্থী সংগঠনগুলিকে। বনধের সমর্থনে মুর্শিদাবাদের ইসলামপুরে পথে নামতে দেখা বামফ্রন্টের নেতাকর্মীদের। বনধকে সফল করতে এই দিন বামফ্রন্টের নেতাকর্মীরা ইসলামপুর বাজারে মিছিল করে বাসস্ট্যান্ডে এসে অবস্থান করে। ইসলামপুরে বাজারে বেশিরভাগ দোকানপাঠ বন্ধ দেখতে পাওয়া যায়। যাত্রীবাহী গাড়ির চলাচল সেরকম দেখা না গেলেও মাল বোঝাই গাড়ি গুলোর চলাচল লক্ষ্য করা যায়। সিপিআইএম এর ব্লক নেতা ইকবাল হক, ফরোয়ার্ড ব্লকের নেতা কাবাতুল্লা সেখ, ছাত্র সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই এর নেতৃত্বদের উপস্থিতি লক্ষ্য করা যায়।