চলতিবছর উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রে বদল,ঘোষণা পর্ষদের

চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে আসতে চলেছে পরিবর্তন। শুক্রবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার প্রশ্নপত্রের ধরণ বদল হতে চলেছে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষারও। কোন বিষয়ে কী কী পরিবর্তন হয়েছে তা পর্ষদের তরফে বিজ্ঞপ্তিতে জানানাে হয়েছে।

করােনা আবহে অনলাইনেই হচ্ছিল পঠন-পাঠন। গত বছর শেষের দিকে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হয়। আগামী ১৫ জুন থেকে শুরু হতে চলেছে লিখিত পরীক্ষা। পরীক্ষা চলবে ২ জুলাই পর্যন্ত। করােনা মহামারির দীর্ঘ ১১ মাস পরে শুক্রবার থেকে পশ্চিমবঙ্গে খুলেছে স্কুল। সমস্ত বিধি মেনে ১২ ফেব্রুয়ারি নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস শুরু হয়েছে।

এদিকে, করােনা পরিস্থিতির জেরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস ৩০-৩৫ শতাংশ হ্রাস করা হয়েছে। কমানাে হয়েছে একাদশের বার্ষিক পরীক্ষার সিলেবাসও। নতুন সিলেবাস ইতিমধ্যে ঘােষণা করেছে সংশ্লিষ্ট বাের্ড।

এদিনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২১ সালে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সমস্ত বিষয়ের সিলেবাস কমানাে হয়েছে, সেগুলির প্রথম দফার বিষয় ভিত্তিক প্রশ্নপত্রের ধরণ প্রকাশ করা হল। সংক্ষিপ্ত সিলেবাস এবং নতুন প্রশ্নপত্রের ধাঁচ কেবলমাত্র ২০২১ সালের জন্য।

Latest articles

Related articles