কেন্দ্র সরকারের জন বিরোধী কৃষি আইন -২০২০ বাতিলের দাবিতে ও কৃষক আন্দোলনকে সমর্থন জানাতে এবং পেট্রল,ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও NRC,NPR ও CAA বাতিলের দাবিতে আজ উত্তর ২৪ পরগণা জেলার দেগঙ্গা বিধানসভা জুড়ে ওয়েলফেয়ার পার্টির বাইক মিছিলের আয়োজন করা হয়।উক্ত মিছিলে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সহ-সভাপতি আব্দুন নঈম,রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী,ফিটুর রাজ্য সভাপতি সেখ মোজাফফর,পার্টির জেলা সভাপতি সফিকুল ইসলাম,জেলা সম্পাদক সরিফুল হক,মহিলা শাখার ইনচার্জ সাবিনা ইয়াসমিন,যুব নেতা জুলফিকার আলি মোল্ল্যা,ব্লক সভাপতি গোলাম হোসেন সহ অন্যান্য নেতৃত্ব।
Related articles