আকাশছোঁয়া বৈদ্যুতিক বিলের বিরুদ্ধে কলকাতার চাঁদনী মেট্রো থেকে সিইএসসি ভিক্টোরিয়া হাউস পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল বের হয় শনিবার। রাজ্য সভাপতি শাদাব খানের নেতৃত্বে কয়েকশ যুব কংগ্রেস কর্মী তাতে যোগ দেন। মহিলাদের হাতে ঝাড়ু এবং প্ল্যাকার্ড ধরে তারা সিইএসসি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।
বিক্ষোভকারীরা ব্যারিকেডগুলি ভেঙে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশের লাঠিচার্জে যুব কংগ্রেস সভাপতি শাদাব খান আহত হন বলে অভিযোগ। পুলিশ পঞ্চাশেরও বেশি কর্মীকে গ্রেপ্তার করে লালবাজারের লকআপে যায়। প্রতিবাদে অংশ নেন নাগেশ সিং, আশফাক আহমেদ, পারভেজ খান, অরবিন্দ কোরি, আজাহার মল্লিক, পঙ্কজ সোনকর, মৌমিতা কালী, শানাজ প্রবীণ, সঞ্জীব শর্মা, গজেন্দ্র চবে, আবদুল্লাহ শামস, মহম্মদ হুসেন প্রমুখ উপস্থিত ছিলেন।