বিজেপির জনবিরোধী কার্যকলাপ ও পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিরাট জনসভার করল তৃণমূল কংগ্রেস। সোমবার বসিরহাটের গোলাইচন্ডি হাইস্কুল মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূল নেতা মদন মিত্র, তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, বসিরহাটের দক্ষিণের বিধায়ক দিপেন্দু বিশ্বাস, বসিরহাটের ব্লক সভাপতি হাসানুর মণ্ডল, কর্মাধ্যক্ষ সফিকুল ইসলাম দফাদর সহ একাধিক নেতৃত্ব। এদিন মদন মিত্র বলেন, এবার খেলা হবে, আর এমন খেলা হবে বিজেপি কোন বুথে এজেন্ট দিতে পারবে না।আমরা পারি ওই রথ যাত্রা বন্ধ করতে পারি, এক মিনিটিই লাগবে না, কিন্তু পার্টি থেকে মানা আছে। তাই কিছু করছি না। আর কিছু দিন পরে রথের চাকা ফেটে যাবে। এদিন মেয়েদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাছে ভোট চাইতে আসলে বলবেন রামের নামে নাটক কেন, কৈফিয়ত দিন। এদিন তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দুধ চাও তাহলে ক্ষীর দেঙ্গে, লেকিন বাংলা চাহে তো চির দেঙ্গে’। জেতার ব্যাপারে তিনি বলেন, আমরা এবার ২৫০টি সিট পাব। না হলে আমি মাথা কামিয়ে ফেলব।
এদিন যুবনেতা দেবাংশূ বলেন, বিজেপির একার কোন ক্ষমতা নেই জেতার। তাই কালীঘাটে এসে বাটি পেতে বসে অমিত শাহ, একটার পর একটা তৃণমূল থেকে বিজেপিতে নিয়ে যাচ্ছেন। আপনারা খবরদার ভুল করবেন না। সিপিএম জোট ভোট কেটে বিজেপিকে জেতাতে সাহায্য করবে, সেদিকে লক্ষ্য করবেন। এদিন তিনি বসিরহাটের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন। এদিন তিনি মহিলাদের নিরাপত্তা নিয়ে বললেন, বিজেপি এলে মায়েদের নিরাপত্তা থাকবে না, তাই এই ভুল করবেন না। এদিন বসিরহাটের দক্ষিণ বিধানসভার বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিল। মেয়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।