রামদেবের করোনা ঔষধি করনিল মহারাষ্ট্রে বিক্রি করতে দেওয়া হবে না, বলল সরকার

নিউজ ডেস্ক : মহারাষ্ট্র সরকার সে রাজ্যে বাবা রামদেবের পতঞ্জলির তৈরি করনা প্রতিষেধক করণিল এর ব্যাবহার বা বিক্রির অনুমতি দেবে না। ইতিমধ্যে সরকারিভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

উল্লেখ্য বিষয়টি নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসসিয়েশন। তারা এর ক্লিনিক্যাল ট্রায়াল সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই তথাকথিত প্রতিষেধকের কার্যকারিতার ব্যাপারে রামদেবের দাবি খারিজ করে দিয়েছে।

এই বিষয়গুলো উল্লেখ করে মহারাষ্ট্রে এই প্রতিষেধক বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে মহারাষ্ট্রের জোট সরকার। এই ব্যাপারটি টুইট করে নিশ্চিত করেছে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখ। গত বছর জুন মাস থেকে এই প্রতিষেধকটি নিয়ে তোরজোড় করছে বাবা রামদেব এবং মোদি সরকার। কয়েকদিন আগে এই বিতর্কিত ঔষোধির উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন এবং পরিবহন মন্ত্রী নিতিন গাদকারি।

Latest articles

Related articles