নিউজ ডেস্ক : বিজেপির নেতা মন্ত্রীরা বার বার অভিযোগ করেছে দেশজুড়ে বেড়ে চলা কৃষক আন্দোলনের পিছনে নাকি রয়েছে খলিস্তানপন্থীদের মদত। আবার তথাকথিত খলিস্তানপন্থীদের কার্যকলাপ নিয়ে ইতিমধ্যেই সরগরম জাতীয় রাজনীতি। বাংলাকে নিয়ে খলিস্তানপন্থীদের নয়া দাবিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছনিয়েছে রাজনৈতিক মহলে। খলিস্তানপন্থীদের সংগঠন শিখ ফর জাস্টিস–এর তরফে চিঠি দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে দাবি করা হয়েছে বাংলাকে অবিলম্বে ভারতের থেকে পৃথক স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। শুধু বাংলা নয়, মহারাষ্ট্রকেও স্বাধীন রাষ্ট্র করার দাবি শিখ ফর জাস্টিসের।
এই বিষয়ে একটি চিঠি ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছেও পাঠিয়েছেন তাঁরা। শিখ ফর জাস্টিস এর মতে, বাংলা এবং মহারাষ্ট্রের সম্পদকে সব দিক দিয়ে ধ্বংস করছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। বাংলা এবং মহারাষ্ট্র–কে অস্তিত্ব টিকিয়ে রাখতে নিজস্ব ঐতিহ্য, পরিচিতি, আদর্শ, কৃষ্টি ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। কেন্দ্রীয় সরকারের বর্তমান কার্যকলাপে এই দুই রাজ্যেই ছড়িয়ে পড়ছে অপসংস্কৃতি। ঐতিহ্যবাহী সংস্কৃতিগুলি ভুলিয়ে দিতে চাইছে কেন্দ্র। খলিস্তানপন্থীদের বিস্ফোরক দাবিতে শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। শিখ ফর জাস্টিস–এর মতে, ‘১৯৪৭ সাল থেকে বাংলা এবং মহারাষ্ট্রের সমস্ত সম্পদ লুঠ করছে কেন্দ্রীয় সরকার। ভারতীয় সংবিধান অনুযায়ী কেন্দ্রের বশ্যতা থেকে মুক্ত হওয়ায় ক্ষমতা রয়েছে রাজ্যগুলির নির্বাচিত আইনসভার হাতেই। যদিও এ প্রসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, খলিস্তানিপন্থীরা বাংলার রাজনীতিতে প্রবেশ করতেই এখন বাঙালি আবেগকে শান দিয়ে বাংলাকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার দাবি তুলেছে। তবে এই ব্যাপারে কেন্দ্র এবং রাজ্য সরকার কি প্রতিক্রিয়া দেয় সেটাই এখন দেখার।