ISF কে ৩০ আসন ছাড়বে বামেরা এবং কংগ্রেসের সঙ্গে চলছে আলোচনা, ব্রিগেডে থাকছেন আব্বাস সিদ্দিকী

নিউজ ডেস্ক : বাম কংগ্রেসের সঙ্গে প্রায় চূড়ান্ত আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফন্টের জোট। ইতিমধ্যেই বামেরা আব্বাস সিদ্দিকীর দল আইএসএফকে ৩০ টি আসন তাদের দাবি মতোই ছাড়তে রাজি হয়েছে বলে জানা গেছে। কংগ্রেসের সঙ্গে এখনো পর্যন্ত এই ব্যাপারে আলোচনা চলছে এবং আলোচনা ইতিবাচক দিক রয়েছে বলে জানিয়েছেন আব্বাস সিদ্দিকী নিজেই। কংগ্রেসের সঙ্গে মূলত আলোচনা চলছে উত্তরবঙ্গের সংখ্যালঘু অধ্যুষিত বেশকিছু বিধানসভা আসন এর ব্যাপারে। সপ্তাহ শেষের ব্রিগেড সমাবেশে যোগ দিতে যাচ্ছেন আব্বাস সিদ্দিকী এবং তার দলের নেতা-কর্মী সমর্থকরা।

ফুরফুরা শরীফের এক জমজমাট সাংবাদিক সম্মেলনে কথা বলার সময় আব্বাস সিদ্দিকী জানান, “ইতিমধ্যেই বামেদের সঙ্গে আমাদের জোট সমঝোতা চূড়ান্ত হয়ে গিয়েছে। আমরা যে সমস্ত জায়গায় ৩০ টি আসন চেয়েছিলাম প্রায় সবগুলি তারা মেনে নিয়েছে। কংগ্রেসের সঙ্গে এখনো আলোচনা চলছে। আমরা ব্রিগেড সমাবেশে আমাদের নেতা-কর্মী সমর্থকরা সবাই যোগদান করতে যাচ্ছি।

উল্লেখ্য বাম কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফন্টের জোট নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে অচলাবস্থা। এই ব্যাপারে মূলত কংগ্রেসকেই দায়ী করেছেন আব্বাস সিদ্দিকী। এমনকি তিনি হুঁশিয়ারি সুরে বলেছিলেন, যদি না হয় তো আমরা নিজেরাই খুব শীঘ্রই আমাদের প্রার্থী তালিকা প্রকাশ করব। তারপরেই কংগ্রেসের সঙ্গে জোট প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আশায় আশার আলো দেখা যাচ্ছে আইএসএফ বাম কংগ্রেসের জোটের। বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গেছে উত্তরবঙ্গের বেশকিছু সংখ্যালঘু-অধ্যুষিত আসন ছাড়তে কংগ্রেস নারাজ কারণ সেই সমস্ত জায়গায় বহুদিন থেকে কংগ্রেস ভালো ফলাফল করে আসছে। তবে জোটের বিষয়টিতে কংগ্রেস এর রাজ্য নেতৃত্ব মধ্যে বেশকিছু মতানৈক্য থাকলেও কংগ্রেসের হাইকমান্ডের তরফ থেকে এই ব্যাপারে সবুজ সিগনাল পাওয়ার পরে বর্তমানে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Latest articles

Related articles