এনবিটিভি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৮ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তেখালি মাঠের জনসভায় মমতা সেখান থেকে ভোটে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেন। তারপরে থেকেই শুরু হয় বিভিন্ন জল্পনা। বিজেপি সূত্র খবর সেখানে প্রার্থী হচ্ছে শুভেন্দু অধিকারী।পাল্টা আব্বাস সিদ্দিকীর দলও জোটের পক্ষ থেকে সেখানে প্রার্থী দিচ্ছে। সব মিলিয়ে ত্রিমুখী লড়াই নন্দীগ্রাম।
সব কিছু ঠিক থাকলে আগামী ১১ মার্চ নন্দীগ্রাম আসনে নিজের মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে আট দফায় ভোট ঘোষণা করেছে কমিশন। তার মধ্যে দ্বিতীয় দফায় আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, প্রথম তিন দফার ভোটের জন্য দলের প্রার্থিতালিকা বুধবার প্রকাশ করা হবে। সেই তালিকায় নন্দীগ্রামের প্রার্থী হিসেবে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। আগামী ১১ মার্চ তৃণমূলনেত্রী তমলুকের মহকুমাশাসকের দফতরে গিয়ে মনোনয়নপত্র দাখিল করবেন তিনি।