এনবিটিভি ডেক্স: প্রার্থী তালিকা প্রকাশের আগেই বড় চমক। শনিবার BJP-র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন বঙ্গ রাজনীতির এক হেভিওয়েট নেতা। শোনা যাচ্ছে, সদ্য তৃণমূলত্যাগী দীনেশ ত্রিবেদী এদিন যোগ দেন বিজেপিতে!
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যসভায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন দীনেশ ত্রিবেদী। রাজ্যসভায় তিনি বলেছিলেন, ‘আমি আজ রাজ্যসভা থেকে ইস্তফা দিচ্ছি। আমার রাজ্যে অশান্তি হচ্ছে। আমরা সেখানে কিছু বলতে পারি না। কাজ করা সম্ভব হচ্ছিল না। দলের প্রতি আমি কৃতজ্ঞ। দলীয় নেতৃত্ব আমাকে এখানে পাঠিয়েছে। আমার দমবন্ধ হয়ে আসছিল। রাজ্যে হিংসা নিয়ে কিছু করতে পারছিলাম না। আমার অন্তরাত্মা বলল, এখানে বসে যখন কিছুই করতে পারছি না তখন ইস্তফাই দেওয়া উচিত। বাংলার জন্য কাজ করতে থাকব।’
এদিকে BJP-তে যোগদান প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী জানান, এটি তাঁর জীবনের অন্যতম সেরা মুহূর্ত।’