কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ডাকে সাড়া দিয়ে দিল্লির পথে বঙ্গ বিজেপির দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়,অমিতাভ চক্রবর্তী,বাবুল সুপ্রিয় ও রাহুল সিনহা।শোনা যাচ্ছে,রবিবার বাকি 234 টি আসনে বিজেপির প্রার্থী ঘোষণার আগে জরুররী বৈঠক হবে,তাই কাল রাতেই বঙ্গ বিজেপির হেভি ওয়েট নেতারা গতকাল রাতেই রওনা দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে।জরুরী মিটিং শেষে রবিবারই জানা যাবে বিজেপির কোন কোন নেতারা প্রার্থী হয়ে আসছেন সম্মুখ সমরে।