হাসান বাসির,বহরমপুর : রাজ্যসরকারের বিপক্ষে টেট কেলেঙ্কারির তকমা যেন কিছুতেই ঘুচছে না। ভোট যত এগোচ্ছে,ছড়াচ্ছে কেলেঙ্কারির খবরও। গতকাল 2014 সালের টেট উত্তীর্ণ চাকরী প্রার্থীরা বহরমপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তরে সংসদের আধিকারিকদের ঘরে তালাবন্ধ করে বিক্ষোভ দেখান।তাদের বয়ান অনুযায়ী, মুখ্যমন্ত্রী ফেব্রুয়ারি মাসের মধ্যেই যে 16500 শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন অবিলম্বে সেই প্রক্রিয়া শেষ কথা হোক। এর আগে টেটের যে মেরিট লিস্ট বেরিয়েছিল সেইদিন কোনো নোটিশ ছাড়ায় রাত দুটো পর্যন্ত কাউন্সেলিং হয়েছিল। তাই গতকাল মেরিট লিস্ট বেরোনোর পরই অবস্থান বিক্ষোভ শুরু করেন চাকরী প্রার্থীরা। সংসদের আধিকারিকরা চাকরীপ্রার্থীদের সঙ্গে হাতাহাতি করেছে বলে জানা গিয়েছে। এরপর পুলিশ এসে চাকরী প্রার্থী তরুণ তরুণীদের উপর নির্মমভাবে লাঠি চার্জ করে। গোটা ঘটনা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। হবু শিক্ষকদের উপর এ হেন অমানবিকতার তীব্র নিন্দা করছে সমাজের এক অংশ।
Popular Categories