নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠন

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম: পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি জনাব এ কে এম ফারহাদ সাহেবের নির্দেশে পুরো রাজ্য জুড়ে ব্যাপক ভাবে প্রচারে নেমে পড়েছে মাদ্রাসা শিক্ষক সংগঠন।
একেএম ফারহাদ সাহেব একদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল নির্বাচন কমিটির কনভেনার অন্যদিকে মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি হওয়ার জন্য নিত্যদিন মিটিং-মিছিল করার পাশাপাশি বুধবার রাজ্যের হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে দলীয় সুপ্রিমো শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন এবং বৃহস্পতিবার দুয়ারে দুয়ারে পৌঁছে যাওয়া এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে একান্ত আলাপচারিতায় মাধ্যমে রাজনৈতিক বিভিন্ন বিষয় ও বর্তমান সরকারের উন্নয়ন নিয়ে আলোচনা করেন ফারহাদ সাহেব।
নন্দীগ্রামে দলীয় প্রচারে ফারহাদ সাহেবের সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সম্পাদক নূরুল হক, নন্দীগ্রাম জমি আন্দোলনের অন্যতম নেতা মাওলানা আব্দুল সামাদ, আলমগীর হোসন প্রমুখ।

Latest articles

Related articles