নন্দীগ্রামের ১০ টি বুথে বিজেপি ও কেন্দ্রীয় বাহিনী ভোটারদের ভয় দেখিয়েছে, বাকি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট,বললেন তৃণমূলের জয়ের ব্যাপারে নিশ্চিত সুখেন্দু

নিউজ ডেস্ক : নন্দীগ্রামের গতকালের ভোটগ্রহণ পর্ব চলাকালীন ব্যাপক পরিমাণে হিংসা এবং সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেস এবং সংযুক্ত মোর্চার তরফ থেকে। যদিও বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে নন্দীগ্রামের ভোট সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হয়েছে। এবার নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রেরিত ভোট পর্যবেক্ষক এবং রাজ্যসভার তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, নন্দীগ্রামের মোট ১০ টি কেন্দ্রে বিজেপি এবং কেন্দ্রীয় বাহিনী ভোটারদেরকে বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করেছে। এই ১০ টি কেন্দ্রে হিংসা এবং সন্ত্রাস ভোটগ্রহণপর্বকে ব্যাহত করেছে বলে তিনি জানিয়েছেন। নন্দীগ্রামের বাকি সমস্ত কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে বলেই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্তব্য করেন। তৃণমূল কংগ্রেসের পক্ষে ব্যাপক সংখ্যক মানুষ ভোট দিয়েছেন এবং নন্দীগ্রামের অধিকাংশ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে দেখতে চান বলে তিনি জানান।

 

গতকাল নন্দীগ্রামের বয়ালে একটি ভোটগ্রহণ কেন্দ্রে মুখ্যমন্ত্রী প্রবেশ করার পর বাইরে বিজেপি সমর্থকরা বহিরাগতদের একত্রিত করে বিক্ষোভ প্রদর্শন করে মুখ্যমন্ত্রীকে ২ ঘন্টা ভোটগ্রহণ কেন্দ্রে আটকে রাখে এবং কেন্দ্রীয় বাহিনী সে সময় নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের।

 

শুধু নন্দীগ্রাম নয় বাকি ২৯ টি কেন্দ্রেও রাজ্যবাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এর সমর্থনে ভোট দিয়েছেন বলে তিনি মত প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করতে চলেছে বলে ব্যক্ত করে রাজ্যবাসীকে তিনি এর জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন। বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলেই তারা মাইন্ড গেম খেলছে বলে অভিযোগ করেছেন শুখেন্দু।

Latest articles

Related articles