নিউজ ডেস্ক : গোপন সূত্রে পাওয়া খবর অনুসারে ছত্রিশগড়ের বিজাপুর এবং সুকমা জেলায় অবস্থিত বেশকিছু মাওবাদী ডেরায় হানা দেয় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা। মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় ৫ জন জওয়ানের। গুরুতরভাবে আহত গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি অন্তত ৩০ জন। গুলির লড়াইয়ের পর নিরাপত্তা বাহিনী সূত্রে দেওয়া বার্তায় জানা গেছে ২১ জন জওয়ান এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। তাদের খরচে জোর তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে।
গোপন সূত্রে মাওবাদীদের খবর পেয়ে অভিযান চালায় সিআরপিএফের কোবরা বাহিনী, ডিআরজি এবং এসটিএফ৷ এই ঘটনায় কেঁপে ওঠে ছত্তিশগড়ের বিজাপুর। কিন্তু ঘটনার পর ২১ জন জওয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যার মধ্যে রয়েছে কোবরা বাহিনীর পাঁচজন। তাঁদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। খোঁজ করতে জঙ্গলে একটা বাহিনী পাঠানো হয়েছে। ৩০ জন গুরুতর জখম, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর এত ব্যাপক পরিমাণ প্রাণহানি বহুদিন দেখা যায়নি। তাই এখন এমন ঘটনায় মাওবাদীদের আবার নতুন করে সক্রিয় হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে বলে মনে করছেন অনেকে। গুলির লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর এই ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতির মধ্যেও মাওবাদীদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য নেই নিরাপত্তা বাহিনীর কাছে। অসমর্থিত সূত্রে মাওবাদীদের ২ জন নিহত হয়েছে বলে বলা হচ্ছে।