নন্দীগ্রামের ভোট নিয়ে মমতা ব্যানার্জির যাবতীয় অভিযোগ খারিজ করে দিল নির্বাচন কমিশন

 নন্দীগ্রামের ভোট নিয়ে মমতা ব্যানার্জির যাবতীয় অভিযোগ খারিজ করে দিল নির্বাচন কমিশন। ১ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে নন্দীগ্রাম কেন্দ্রের কোনও বুথেই ভোট কারচুপির কোনও ঘটনা ঘটেনি জানিয়ে দিল নির্বাচন কমিশন। প্রসঙ্গত, দ্বিতীয় দফার ভোটে নন্দীগ্রাম কেন্দ্রের বিভিন্ন বুথে ভোট কারচুপি সংক্রান্ত এবং কেন্দ্রীয় বাহিনীরা অসহযোগিতা করেছেন এই অভিযোগে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। মোট ৬৩ টি অভিযোগ করেছিলেন মমতা ব্যানার্জি। আর আজ সেই চিঠিরই জবাব দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, বয়ালের বুথের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় জওয়ানদের দুর্ব্যবহারের কোনও প্রমাণ মেলেনি। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের বুথে ঢুকতে না দেওয়ার যে অভিযোগ উঠেছে তা একদমই সত্যি নয়। বুথের ভিতরে কিংবা বুথের বাইরে কোথাও বহিরাগত বা বন্দুক দেখিয়ে গুন্ডাদের বুথ দখলের কোনও অভিযোগ নেই। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তা জানিয়ে দিল নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের দাবি, নির্বাচন কমিশন তো বলবেই যে কোনও ভোট কারচুপি হয়নি।

কারণ কমিশন তো কেন্দ্রীয় সরকার তথা বিজেপির পরামর্শে কাজ করছে। তাই কমিশন এই ধরণের সিদ্ধান্তই নেবে। সেদিন নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে বয়ালে বুথের ভিতর আটকে রেখে যে হেনস্থা করা হয়েছিল তা বাংলার মানুষ দেখেছেন। তাই বাংলার মানুষ বিজেপিকে ভোটে হারিয়ে এর যোগ্য জবাব দেবে।

আর বিজেপি নেতৃত্ব এ বিষয়ে বলেন, তৃণমূল একুশের ভোটে নন্দীগ্রাম সহ রাজ্যেরbসর্বত্র হারবে তাই এখন মিথ্যা নাটক করছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। এইসব নাটক করে লাভ নেই। তৃণমূলের নাটক কমিশনে ধরা পড়ে গেছে। রাজ্যে বাকি ছয় দফার ভোটে তৃণমূলের আরও শোটনীয় অবস্থা হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কমিশন যেভাবে তথ্য প্রমাণ দিয়ে মমতা ব্যানার্জির তোলা যাবতীয় অভিযোগ খারিজ করেছে তা ভোটের মুখে তৃণমূলকে যথেষ্ট বিপাকে ফেলবে। একুশের ভোটে তৃণমূল-বিজেপির হাইভোল্টেজ লড়াইয়ে শেষপর্যন্ত কে জয়ী হয় সেই দেখার অপেক্ষায় রয়েছে গোটা দেশের রাজনৈতিক মহল।

Latest articles

Related articles