Monday, February 3, 2025
23 C
Kolkata

মোদির ‘দিদি, ও দিদি’ ডাকে শহরে বাড়ছে ‘ইভটিজিং’,মোদির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় মামলা

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বারবার ‘দিদি’ বলে ডাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেস এ নিয়ে আইনি পদক্ষেপের ইঙ্গিত দিয়েই রেখেছিল। তাদের আগেই সেই পদক্ষেপ করল শহরের একটি নাগরিক সংগঠন। সংগঠনের সদস্য ও সদস্যারা আমহার্স্ট স্ট্রিট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। তাঁদের দাবি, মোদির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় মামলা করতে হবে। সেই নালিশে মোদির নাম নিয়ে তাঁরা জানিয়েছেন, মোদি প্রচারে গিয়ে ব্যঙ্গ করে মুখ্যমন্ত্রীকে যেভাবে ‘দিদি, ও দিদি’ বলে ডাকছেন, তা সমাজে প্রভাব ফেলতে শুরু করেছে। ইভটিজিংয়ের শিকার হচ্ছেন মহিলারা। ওই ডাক নকল করে রাস্তাঘাটে মহিলাদের সম্মানহানি করছে কিছু ইভটিজার।

শুধু থানায় অভিযোগই নয়, ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছেন সংগঠনের মহিলারা। তাঁদের যুক্তি, এই ডাক শ্রদ্ধার নয়। ব্যঙ্গের। অভিযোগ করে জানিয়েছেন, ভোটের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করেছেন মোদি। এ নিয়ে বিক্ষোভও দেখান তাঁরা। কর্মসূচিতে শামিল হন অন্য নাগরিকরাও। বিক্ষোভের পর আমহার্স্ট স্ট্রিট থানায় লিখিত অভিযোগ জানানো হয়। বক্তৃতার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে ‘দিদি, ও দিদি’ বলেছিলেন মোদি। এই ডাক ঘিরে ঝড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।

কয়েক সেকেন্ডের ফুটেজ রীতিমতো ভাইরাল ফেসবুক, হোয়াটসঅ্যাপে। উড়ে আসে নেটিজেনদের হাজার হাজার মন্তব্য। বিজেপির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি’ বলে ডেকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষে অভিযোগ তোলা হয়, এই ডাক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ ছাড়া অন্য কিছুই নয়। এতদিন বিষয়টি মন্তব্য, পালটা মন্তব্য ও সোশ্যাল মিডিয়ার মধ্যেই ঘোরাফেরা করছিল। কিন্তু এবার এই ব্যাপারে প্রতিবাদ নেমে এল রাস্তায়। কলকাতারই একটি সংগঠনের সদস্য ও মহিলা সদস্যরা এদিন বিকেলে উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটে প্রতিবাদ জানান।

অমৃতা মুখোপাধ্যায়, জয় মুখোপাধ্যায়, সুইটি দাস, নেহা হাজরা, দেবদ্যুতি দেব, বাবান সোম ও অন্যদের অভিযোগ, ‘মোদি প্রচারে গিয়ে ব্যঙ্গ করে মুখ্যমন্ত্রীকে ‘দিদি, ও দিদি’ বলে ডেকেছেন। তার প্রভাব পড়ছে সমাজে। ওই ডাক নকল করে কিছু ইভটিজার কলকাতার মহিলাদের সম্মানহানি করছে।’ মহিলাদের দাবি, সেই কারণে মোদির বিরুদ্ধে পুলিশ যেন আইনি ব্যবস্থা নেয়। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Hot this week

যোগেশ চন্দ্র কলেজে পুজো বিতর্ক: রাজনৈতিক দ্বন্দ্ব ও সাম্প্রদায়িক ন্যারেটিভের পেছনের সত্য

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক খবর অনুযায়ী, যোগেশ...

স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রধান শিক্ষকের নৃত্য, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

মানিকচক: কালিন্দ্রি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত...

মালদার মানিকচকের তৃণমূল বিধায়কের গাড়িতে হামলার ছক, পিছু ধাওয়া করে বারবার ধাক্কা রহস্যময় এক গাড়ির

মালদহ, ২ ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গে নাগরিকদের নিরাপত্তা কতটা সঙ্কটের মুখে,...

উত্তর দিনাজপুরে শিক্ষক সংকটে একাধিক জুনিয়র হাইস্কুল বন্ধ

রায়গঞ্জ, ৩০ জানুয়ারি: উত্তর দিনাজপুর জেলায় শিক্ষক ও শিক্ষাকর্মীর...

স্কুলে রুটিন নিয়ে বিরোধ, প্রধানশিক্ষকের উপর হামলা

মুর্শিদাবাদের নিউ ফরাক্কা হাই স্কুলে রুটিন তৈরিকে কেন্দ্র করে...

Topics

স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রধান শিক্ষকের নৃত্য, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

মানিকচক: কালিন্দ্রি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত...

উত্তর দিনাজপুরে শিক্ষক সংকটে একাধিক জুনিয়র হাইস্কুল বন্ধ

রায়গঞ্জ, ৩০ জানুয়ারি: উত্তর দিনাজপুর জেলায় শিক্ষক ও শিক্ষাকর্মীর...

স্কুলে রুটিন নিয়ে বিরোধ, প্রধানশিক্ষকের উপর হামলা

মুর্শিদাবাদের নিউ ফরাক্কা হাই স্কুলে রুটিন তৈরিকে কেন্দ্র করে...

মহারাষ্ট্রে বোর্ড পরীক্ষায় বোরখা নিষিদ্ধের প্রস্তাব মুসলিম সম্প্রদায়ের উদ্বেগ

মহারাষ্ট্রে বোর্ড পরীক্ষায় বোরখা নিষিদ্ধের প্রস্তাব; মুসলিম সম্প্রদায়ের উদ্বেগ মহারাষ্ট্রের...

২৫ সালের নতুন বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার সংসদে বাজেট পেশ করেন।...

Related Articles

Popular Categories