নিউজ ডেস্ক : গত বছর ফেব্রুয়ারি মাসে উত্তর পূর্ব দিল্লির খেজুরি খাস নামক জায়গায় দাঙ্গায় উস্কানি দেয়ার কথিত অভিযোগে গ্রেপ্তারকৃত জহরলাল নেহেরু ইউনিভার্সিটির ছাত্র ওমর খালিদের জামিন মঞ্জুর করল দিল্লির সেশন কোর্ট। তাকে দাঙ্গায় উস্কানি দেয়ার ভুয়া অভিযোগে গ্রেফতার করে অমিত শাহের দিল্লি পুলিশ। কিন্তু তার বিরুদ্ধে দায়ের করা ১০১ নং এফ আই আর এর স্বপক্ষে উপযুক্ত প্রমাণ পেশ করতে না পারায় আজ ওমর খালিদের জামিন মঞ্জুর করে দিল্লির সেশন কোর্টের বিচারক বিনোদ যাদব। কিন্তু এখনও পর্যন্ত তিনি জামিন পাননি ৫৯ নং কেসে। তাই তিনি এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না।
৫৯ নং কেসে তার বিরুদ্ধে গেরুয়া শিবিরের অধিনস্ত সব সরকারগুলোর মূল হাতিয়ার ইউএপিএ এর আওতায় অভিযোগ দায়ের করেছে দিল্লি পুলিশ। উত্তর প্রদেশের যোগী সরকার বেশিরভাগ ক্ষেত্রে মুসলিম ব্যক্তিদের বিরুদ্ধে এবং বিজেপির সমালোচকদের বিরুদ্ধে এই আইনের অপপ্রয়োগ করে থাকে। কিছুদিন আগে এলাহাবাদ হাইকোর্ট যোগী সরকারকে ভর্ৎসনা করে বেশিরভাগ ক্ষেত্রে মুসলিমদের বিরুদ্ধে এই আইনের অপপ্রয়োগ করার জন্য। তবে ওমর খালিদের বিরুদ্ধে ইউএপিএ প্রয়োগ করার ক্ষেত্রে পূর্ণ সমর্থন ছিল দিল্লির আম আদমি সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। আরবিন কেজরিওয়াল গত কয়েক বছর বিজেপির সমালোচনা বন্ধ করে মোদী অমিত শাহ জুটির গুডবুকে নাম লিখিয়েছেন বলে অভিযোগ করেন অনেকে।