করোনা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে আমরা নিরব দর্শক হব না, যোগী সরকারকে ধমকে ৫ শহরে লকডাউন জারি করল হাইকোর্ট

নিউজ ডেস্ক : গতকাল রাজ্যে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ যোগী সরকারকে তীব্র ভৎসনা করল এলাহাবাদ হাইকোর্ট। হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে, রাজনৈতিকভাবে জনপ্রিয় কোন সরকার তার রাজনৈতিক কারণ কে সামনে রেখে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করব না। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের নেয়া পদক্ষেপের সমালোচনা করে এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশের পাঁচটি বড় শহরে লকডাউন জারি করেছে। যদিও যোগী সরকারের তরফ থেকে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ মেনে শহরে লকডাউন জারি করতে অস্বীকৃতি জানানো হয়েছে। এই পাঁচটি শহর হল, উত্তর প্রদেশের রাজধানী লখনৌ, এলাহাবাদ, কানপুর, বারানসি এবং যোগী আদিত্যনাথ এর নির্বাচনী কেন্দ্র গোরখপুর।

 

করোনা পরিস্থিতির ব্যাপারে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এক মন্তব্যে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে করোনাভাইরাস এর শৃংখল বিচ্ছিন্ন করার জন্য দুই সপ্তাহের কড়া লকডাউন অত্যন্ত আবশ্যক। রাজ্যে করোনা আক্রান্ত সাধারণ মানুষ উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না। যথাযথ চিকিৎসা প্রদান করা হচ্ছে শুধুমাত্র ভিআইপিদের জন্য বা তাদের সুপারিশ ক্রমে ভর্তি হওয়া ব্যক্তিদের।

 

বিচারপতি অজিত কুমার এবং সিদ্ধার্থ ভার্মার দ্বারা গঠিত বেঞ্চ যোগী সরকারকে সরাসরি আক্রমণ করে বলেন, কয়েকজনের অপদার্থতার জন্য সাধারণ মানুষের জীবন রক্ষার সাংবিধানিক দায়িত্বকে আমরা উপেক্ষা করতে পারি না। যারাই সরকারের আছে বর্তমানে স্বাস্থ্যব্যবস্থা এই বিশৃঙ্খলা ও তার জন্য তারাই দায়ী।

 

গত রবিবার উত্তরপ্রদেশের ৩০ হাজারেরও বেশি নতুন সংক্রমণ ধরা পড়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২৯ জনের। ভারতবর্ষে করো না সংক্রমণ প্রমাণিত হওয়ার পর উত্তরপ্রদেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণ এবং সর্বোচ্চ মৃতের সংখ্যা এটি।

Latest articles

Related articles