আগামী বুধবার ২৬শে মে বাংলার উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘যশ’। উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় তার গতিবেগ থাকতে পারে ১৫০ থেকে ১৬০ কিলোমিটার। এই অবস্থায় প্রশাসন তৎপরতার সঙ্গে এই ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে প্রস্তুত হচ্ছে।
এরই প্রস্তুতি হিসেবে জমিয়তে উলামায়ে হিন্দ ঘূর্ণিঝড় মোকাবেলায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বিপর্যয়ের পর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা চালু করেছে হেল্পলাইন। রাজ্য জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা জাতি ধর্ম নির্বিশেষে সকল ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়াবেন।