লকডাউনে রক্ত দানের শিবির করে নজির গড়লো কোতুলপুরের যুবকরা

ইনামূল ভূঁইয়া, বাঁকুড়াঃ দীর্ঘ পাঁচ দিন পরিশ্রমের পর চতুর্থ বর্ষের রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান এর আয়োজন করলেন সমাজের দায়িত্বশীল মানুষ। আজ রবিবার সকাল ১১ টা থেকে “কোতুলপুর স্বেচ্ছা রক্তদাতা সমিতি”র উদ্দোগে কোতুলপুর ক্যামেলিয়া নার্সিং হোমে মহান দান স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এগিয়ে আসেন কোতুলপুরের অর্ধ শতাধিক যুবকের দল। বিষ্ণুপুর ব্লাড ব্যাংক এর সহায়তায় এই কর্মসূচি সম্পন্ন হয়েছে। রক্ত দাতাদের সম্মানার্থে প্রদান করা হয়েছে সার্টিফিকেট, লাল গোলাপ, টিফিন, এবং সবশেষে দুপুরে আহার এবং গত কাল বিশ্ব পরিবেশ দিবসকে লক্ষ্য রেখে আজ প্রতিটি রক্তাদাতাকে একটি করে গাছ দেওয়া হয়।। হাইস্কুল শিক্ষক ও সামাজিক কাজে যুক্ত অনেকেই জানান- এই পরিস্থিতিতে রক্তের চাহিদা স্বল্প হলেও রক্ত দাতাদের অভাব কিন্তু তবুও অনেকেই প্রায় পঞ্চাশ জনের উপর কোতুলপুর, ইন্দাস ও আরো অন্যান্য জায়গার মানুষ জন এগিয়ে এসেছেন রক্ত দাতা হিসেবে। অতিমারি উদ্ভুত পরিস্থিতিতে বিগত এক বছরের মধ্যেই রক্ত সংকট রুখতে এটি ছিল এই অরাজনৈতিক সংগঠন টির চতুর্থ ক্যাম্প। এই চারটি ক্যাম্পে তিন শতাধিক রক্ত দাতা রক্তদান করেছেন।

 আমরা জানি কবি সুকান্ত ভট্টাচার্য লিখে গিয়েছেন –

 ‘চলে যাবো- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল।’

 যতোই বাধা বিপত্তি আসুক না কেনো সেটা লকডাউন হোক বা অন্য কিছু, মানুষেরা এই গুলো জঞ্জাল বা বাঁধা হিসাবে ভাবেননি তাই এতো তপ্ত রোদের মাঝেও ছুটে এসেছেন রক্ত দান করতে। এই রক্ত দানের দ্বায়িত্বশীল কয়েকজন ব্যাক্তি হলেন-মাননীয় হাইস্কুল শিক্ষক স্নেহাংসু ঘোষাল, অ্যাডভোকেট উজ্জ্বল চন্দ্র, বিপ্লব বৈরাগী, বিভাষ রায়, বিপ্লব মোহন্ত,মানস কুমার নন্দী ও প্রমুখ ব্যাক্তি বর্গ। এই রক্ত দান শিবির সম্পন্ন হয় ২টার সময়।

Latest articles

Related articles