নিউজ ডেস্ক : জল্পনার অবসান। আজই সম্ভবত পুরনো দল তৃণমূলের পথে মুকুল রায় ও তাঁর ছেলে শুভ্রাংশু রায়। এমনই জল্পনা শুরু হয়েছে। বিগত কয়েকমাস গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বেড়েছে তাদের। তবে জানা যাচ্ছে আজ তৃণমূল ভবনে গিয়ে যোগ দিতে পারেন তিনি। তৃণমূল ভবনে আজ আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। যদিও মুকুল শিবির থেকে এখনও কিছু বলা হয়নি। এখন সল্টলেকের বাসভবনে রয়েছেন মুকুল রায়। সেখান হাজির হচ্ছেন তাঁর অনুগামীরাও।
বিধানসভা ভোটের সময় থেকে মুকুল রায়কে কোণঠাসা করা হচ্ছিল বলে অভিযোগ মুকুল শিবিরের। সাধারণত সংগঠনের কাজ দেখতে পছন্দ করেন। কিন্তু চলতি বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তরের প্রার্থী করে পাঠানো হয়েছিল মুকুলকে। ফলে গোটা বিধানসভা পর্বেই দেখা যায়নি মুকুলকে। যদিও কৃষ্ণনগর উত্তর থেকে জিতেছেন তিনি। কিন্তু তারপর থেকেই কার্যত সক্রিয় ভূমিকায় আর মুকুলকে দেখা যায়নি। ফলে তাকে ঘিরে প্রবল জল্পনা শুরু হয়।
অন্যদিকে, রাজীবের ফেসবুক পোস্টের পরেও তার অবস্থান ঘিরে জল্পনা রয়েছে। বিজেপির কোনও মিটিংয়ে রাজীবকে আর দেখা যাচ্ছে না। তার অবস্থান নিয়েও শুরু হয়েছে জল্পনা। অপরদিকে, বিজেপি নেতা সব্যসাচী দত্ত প্রকাশ্যে বলেছিলেন হিন্দিভাষী নেতাদের নিয়ে বাংলা দখল সম্ভব নয়। তিনি বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন বলে জানা যাচ্ছে।