ইয়াসে আক্রান্তদের মাঝে ত্রাণ বিতরণ পপুলার ফ্রন্টের

ইয়াশ সাইক্লোনে বিদ্ধস্ত মানুষদের পাশে দাঁড়াল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া।
মিলনমোড় ও মাদারপাড়া এরিয়া কমিটির উদ্যোগে পপুলার ফ্রন্টের স্বেচ্ছাসেবী টিম ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ বিতরণ করেন।
নদী বাঁধ ভাঙা জলমগ্ন এলাকাগুলির পরিস্থিতি খুবই ভয়াবহ। কৃষিকাজ,মৎস্য শিকার ও  পশু পালন সমুদ্র উপকূলবর্তী ও সুন্দরবনের বদ্বীপ অঞ্চল গুলির জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম।
নোনাজল ঢোকায় মিষ্টি পানির পুকুর, চাষাবাদের জমি, পশুচারণ এর মাঠ পুরোপুরি নষ্ট হয়ে যায়।
তাই এদিন পপুলার ফ্রন্টের স্বেচ্ছাসেবকরা বিশুদ্ধ পানীয় জল, পরিধেয় বস্ত্র, শুকনো খাবার ,দুধ বিস্কুট ইত্যাদি বিতরন করেন।

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার দক্ষিণ 24 পরগনা জেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন – অসহায় মানুষদের পাশে দাঁড়ানো নৈতিক কর্তব্য তাই আমাদের সংগঠন সব সময় এমন জনকল্যাণমূলক কাজে অংশ নেয়।

বিধ্বস্ত কুলপির রাঙাফলা, সাগরদ্বীপ, রাজনগরে এদিন ত্রাণ বন্টন করেন ফ্রন্টের সদস্য আবু সুফিয়ান পিয়াদা, হাফেজ লিয়াকত আলী, মাওলানা উমার ফারুক, আফতাব উদ্দিন ও রিয়াজ আহমেদরা।
পাঁচ শতাধিক রিলিফ কীট, পানীয় জলের বোতল, চার শতাধিক শাড়ি, প্যান্ট, ও শিশুদের পরনের পোশাক বিতরণ করা হয়।
পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে স্থানীয় বৃদ্ধ শেখ লুৎফর – বলেন যে “সন্ধ্যা থেকে ঝড় শুরু হয়, শিশুদের ও মহিলাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার আগেই জলোচ্ছাসে আমার ঘরবাড়ি নষ্ট হয়ে যায়। গরু-বাছুর গুলির গলা থেকে দড়ি খুলে দিয়েছিলাম, চাষের ধান-চাল নষ্ট হয়ে গিয়েছে, থাকার মতো এখন কোন জায়গা নেই।

Latest articles

Related articles