কলকাতা: করোনা ভ্যাকসিন সচেতনতা নিয়ে প্রচার করতে গিয়ে বিপাকে পড়লেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। তাঁরই উদ্যোগে ধরা পড়ল ভুয়ো ভ্যাক্সিনেশন ড্রাইভ। থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী।
গত মঙ্গলবার কসবার একটি ভ্যাকসিনেসন ড্রাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মিমিকে। তৃতীয় লিঙ্গের কিছু মানুষ, রূপান্তরকামী, বিশেষভাবে সক্ষম কিছু মানুষ ও দুঃস্থদের ভ্যাকসিনেশনের আয়োজন করা হয়েছিল সেখানে। ভ্যাকসিনেসন ড্রাইভে উপস্থিত হয়ে নিজেও ভ্যাকসিন নিয়েছিলেন তিনি। কিন্তু তারপরেই শুরু হয় সমস্যা।
মিমি বলেছেন, “আমায় বলা হয়েছিল, জয়েন্ট কমিশনার অফ কলকাতা একটি ভ্যাক্সিনেশন ড্রাইভের আয়োজন করা হয়। মানসিক ও শারীরিক প্রতিবন্ধী মানুষদের জন্য এই টিকাকরণ আয়োজন করায় তাদের উৎসাহিত করতে আমি চলে যায় কসবায়। আমিও টিকা নিই।” তারপরেই খটকা লাগে আমার। ভ্যাকসিন নেওয়ার পর কোনো ম্যাসেজ আসেনি আমার মোবাইলে। এমনকি কোনো সার্টিফিকেটও দেওয়া হয়নি। সংস্থার তরফে জানানো হয় একটু পরে দেওয়া হবে সার্টিফিকেট। পরে বলা হয় বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। কোউইন অ্যাপেও ভ্যাক্সিনেশন রেজিস্টার্ড হয়নি।
পুলিশ সূত্রে খবর, দেবাঞ্জন দেব নামে ওই ব্যক্তি ভুয়ো আইএএস অফিসার ও জয়েন্ট কমিশনার অফ কলকাতা কর্পোরেশনের পরিচয় দিয়ে ভ্যাকসিনেশন ড্রাইভের আয়োজন করেছিলেন। মিমির অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।