ফের নারদ মামলার শুনানি পিছোল কলকাতা হাইকোর্টে

কলকাতা: আবার পিছিয়ে গেল নারদ মামলার শুনানি। আগামী ২৯ জুন হাইভোল্টেজ এই মামলার পরবর্তী শুনানি হবে। এমনটাই জানাল কলকাতা হাইকোর্টের পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চ।

নারদ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানি রয়েছে। সে কারণেই মামলা স্থানান্তর সংক্রান্ত সিবিআই-এর আবেদনের শুনানি মুলতবি রাখা হচ্ছে বলে এদিন জানিয়েছে পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ। এর আগে সুপ্রিম কোর্টের বিচারপতি হেমন্ত গুপ্ত কলকাতা হাইকোর্টের শুনানি পর্ব স্থগিত রাখতে বলেন। সেই মতোই এদিন নির্দেশ দিয়েছে পাঁচ বিচারপতির বেঞ্চ। অর্থাৎ মামলার পরবর্তী শুনানি আগামী ২৯ জুন।

 

উল্লেখ্য, গত মে মাসের ১৭ তারিখ তৃণমূল কংগ্রেসের ৩ বিধায়ক ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নারদ মামলায় গ্রেফতার করে সিবিআই।

Latest articles

Related articles