বিজেপি করা ভুল হয়েছিল! মাইকে ক্ষমা চাইলেন ৪০ কর্মী, প্রায়শ্চিত্ত করতে ন্যাড়া হলেন অনেকে

নিউজ ডেস্ক : বিধানসভা নির্বাচনের আগে দলবদলের হওয়ায় অনেক তৃণমূল নেতা কর্মী তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। ভোট পরবর্তী পরিস্থিতিতে বিজেপির অবস্থা দেখে তাদের বেশিরভাগই পড়েন উভয় সংকটে। এখন তারা তৃণমূলের বিরোধী আবার তাদের বিপদের দিনে কোনো বিজেপি নেতা তাদের পাশে দাঁড়ায়নি। এমনকি বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে প্রকাশ্যে নিজেদের সমস্যা জানানোর কারণে এক যুব বিজেপি কর্মীকে দল ছেড়ে দিতে বলেন তিনি। ফলে ধীরে ধীরে বিজেপি করার ভুল বুঝতে পেরে বহু বিজেপি কর্মী ফিরে আসছেন তৃণমূলে। তবে ডোমজুড়ে বৃহস্পতিবার বিকালের ঘটনা একটু অন্য রকম। বিজেপি কর্মীরা ভোটের ফল প্রকাশের পর বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। এদিন তারা তৃণমূল নেতাদের সাহায্যে বাড়ি ফিরে বিজেপি করা যে ভুল হয়েছে সে কথা তারা মাইকে প্রচার করছেন। নিজেদের ভুলের জন্য এলাকা বাসীর কাছে ক্ষমা চাইছেন তারা। তাদের অনেকে ভুলের প্রায়শ্চিত্ত স্বরূপ মাথা ও ন্যাড়া করেছেন।

 

 

সেখানকার ৪০ জন এমন বিজেপি কর্মী জানিয়েছেন তাদের বিজেপি করার জন্য রাজিব বন্দোপাধ্যায় দায়ী। তার প্ররোচনাতেই তারা বিজেপিতে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ। এদিন বিকেলে ডোমজুড়ের বাঁকড়া মিশ্রপাড়ায় একটি ক্লাবের সামনে পুরুষ ও মহিলা-সহ ৪০ জন বিজেপি কর্মী জড়ো হন। আসেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও অন্যান্য তৃণমূল নেতারা। উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে তাদেরকে ঘরে পৌঁছে দেন বলে জানা গিয়েছে।

 

অবশ্য এলাকার বিজেপি নেতাদের অভিযোগ, ভয় দেখিয়েই এগুলি করতে বাধ্য করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবারের এই ঘটনার পরেও একই অভিযোগ উঠেছে। হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা বলেন, ‘এটা কি বিশ্বাসযোগ্য যে এতদিন পর এই কর্মীদের বিজেপি করার জন্য অনুতাপ হয়েছে? তৃণমূল ভয় দেখিয়ে এটা করতে তাঁদের বাধ্য করছে।’

 

যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের দাবি, ‘আমাদের দল কোনওরকম হিংসা বা অন্যায়কে প্রশ্রয় দেয় না। ফল ঘোষণার পর এঁরা নিজেরাই চলে গেছিলেন। কেউ এঁদের তাড়ায়নি। এরপর ফিরতে চেয়ে এঁরা স্থানীয় পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করেন। প্রধান আমাকে জানালে আমি সঙ্গে সঙ্গে তাঁকে এঁদের ফিরে আসার জন্য সচেষ্ট হতে বলি। আজ তাঁরা ফিরে এলেন।’

Latest articles

Related articles