কট্টর মুসলিম বিদ্বেষী পায়েল রোহত্যাগী গ্রেফতার, নিজের সোসাইটির বাসিন্দাদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক : বলিউডে কিছুদিন কাজ করা অভিনেত্রী পায়েল রোহত্যাগী বেশ কয়েক মাস থেকে মুসলিম বিদ্বেষ এবং সাম্প্রদায়িক শক্তির দালালি করতে করতে দ্বিতীয় কঙ্গনার খেতাব পেয়েছেন নেট মাধ্যমে। এবার তাকে নিজের সোসাইটির বাসিন্দাদের হত্যার হুমকি এবং সোসাইটির চেয়ারম্যানকে অপমান করার অভিযোগে গ্রেফতার করল আহমেদাবাদ পুলিশ। সোসাইটির চেয়ারম্যান পরাগ শাহের অভিযোগের ভিত্তিতে গতকাল আহমেদাবাদের স্যাটেলাইট থানার পুলিশ তাকে তার সোসাইটির ফ্ল্যাট থেকে গ্রেফতার করে।

 

 

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, গত প্রায় দেড় বছর যাবত পেশায় চক্ষু বিশেষজ্ঞ পরাগ শাহের সুন্দরবন এপীটম সোসাইটিতে পায়েল তার পিতা মাতার সঙ্গে আছেন। গত বছর সোসাইটির এক সামাজিক অনুষ্ঠানে পায়েল বিনা আমন্ত্রণে হাজির হয়ে সবাইকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তাকে সেখান থেকে চলে যেতে বলে চেয়ারম্যানের বিরুদ্ধে ও অপমানজনক ভাষা ব্যবহার করেন তিনি। তারপর থেকে সোসাইটির হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে অপমানজনক বিভিন্ন ম্যাসেজ তিনি পোস্ট করতেন। কেউ প্রতিবাদ করলে তার তাকে তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ভুয়া মামলায় ফাঁসানোর হুমকি দিতেন। বিষয়টি নিয়ে চেয়ারম্যানের প্রতিবাদ শুনে ক্ষেপে গিয়ে পায়েল তাকে হত্যার হুমকি দেন। তারপর তিনি স্থানীয় থানায় তার নামে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে গতকাল তাকে গ্রেফতার করে পুলিশ। পরাগ জানান, পায়েল মাঝে মাঝে বাচ্চাদের ও তার বাড়ির সামনে খেলা করলে মাথা ভেঙে দেওয়ার হুমকি দিতেন।

Latest articles

Related articles