আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো কি ‘দিনআনি দিনখাই’ শ্রেনীর মানুষের কোনও কাজে লাগে?

ভানু সরকার, বিশিষ্ট সমাজকর্মী 

আমার মনে হয়ে কেন্দ্র-রাজ্য আকচাআকচির জন্য, যুযুধান দুইপক্ষের জন্য যুক্তরাষ্ট্রীয় কাঠামো একটা মোহময়ী শব্দ-সম্পর্ক। চলমান পরিকল্পিত অতিমারীতে “এক দেশ, এক রেশন কার্ড” নিয়ে কেন্দ্রের মোদী-শাহের সরকার ও তার আমচা-চামচারা সরব; রাজ্য সরকারগুলোর সাথে আলোচনা না করেই ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী বলেও পরে রাজ্য সরকারগুলোও রাজী হয়ছে। ঠিকঠাক চললে কাজের জন্য যাদের এরাজ্য ওরাজ্য চষে ফেলতে হয় তাদের ক্ষেত্রে উপকারী। খানিকটা সুরাহা হবে, স্বস্তি দেবে। কিন্তু এক দেশ এক রেশন কার্ড যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী; তাই এবেলায় কেন্দ্র যুক্তরাষ্ট্রীয় কাঠামো রাখতে নিবেদিত প্রাণ। কেন্দ্রের কোনও মন্ত্রী বা তাদের পোষা মিডিয়া চুপ। পুরো আলোচনাটাই গাধার শিং-এর মত গায়েব। ভিন রাজ্যে কর্মরত কোন শ্রমিক কোন রাজ্যে রেশন পাচ্ছে আর পাচ্ছে না— কেউ জানে না। আবার পশ্চিমবঙ্গে পুলিশের ডাণ্ডার নীচে *আত্মশাসন করা* ‘জণগনের এখন আত্মহত্যার উপক্রম। লোকাল ট্রেন-বাস চালুর দাবিতে পরপর দুদিন শিয়ালদহ দক্ষিণ শাখায় শ্রমজীবী মানুষ স্টাফ স্পেশাল (রেল) অবরোধ করছে। যে নাকউচু মধ্যবিত্তরা লোকাল ট্রেনকে ঝি-চাকরের পরিবহণ বলে ঘৃণা করত তারাই এখন স্টাফ স্পেশালের সন্মানিত যাত্রী। ঝি-চাকররা প্লাটফর্মে ঢুকলেই কেন্দ্র-রাজ্যের রেলরক্ষী বাহিনী রাস্তার কুকুর বিড়ালের মত খেদিয়ে দিচ্ছে। ফাকফোকর দিয়ে ট্রেনে উঠলে ঘারধাক্কা দিয়ে নামিয়ে দিচ্ছে। পুর্বরেলের তরফ থেকে বলা হচ্ছে রাজ্য সরকার অনুমতি না দিলে তারা লোকাল ট্রেন চালাতে পারবে না। এক্ষেত্রে কেন্দ্র যুক্তরাষ্ট্রীয় প্রেমে মশগুল। “এক দেশ এক রেশন কার্ড” প্রকল্পের মত রাজ্যকে উপেক্ষা করে লোকাল ট্রেন চালাচ্ছে না। আবার মুর্শিদাবাদের ডোমকলে অভিযান ১১ জন নিরপরাধ মুসলমান যুবককে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে, সীমান্তের BSF-কে সঙ্গে নিয়ে এমনকি রাজ্য সরকারকে তুচ্ছতাছিল্য করে NIA গ্রেফতার করে তখন যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে রাজ্য সরকার কিছু বলে না। বর্তমান তৃণমূল নেতা ছত্রধর মাহাতো সাজা খাটার পরও একই মামলায় NIA গ্রেফতার করলেও পার্টি চুপ। এখানে কেন্দ্রের সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙলেও রাজ্য সরকারেরও মুখে কুলুপ আঁটা। কাঠালের আমসত্বর মতো যুক্তরাষ্ট্রীয় কাঠামো সাধারণের কোনও কাজে লাগে না বলেই আমার ধারণা।

Latest articles

Related articles