সর্বদলীয় বৈঠকে ডাকা হয়নি নওশাদ সিদ্দিকীকে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

image-11

সোমবার বিধানসভায় বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনা করতে সর্বদল ও বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক ডেকেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে আইএসএফ নেতা ভাঙর বিধানসভার চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীকে ডাকা হয়নি। যদিও নির্দল বিধায়ককে সর্বদল বৈঠকে ডাকা হয়েছিল। তাই বিষয়টি নিয়ে নওশাদ সিদ্দিকী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন। কিন্তু বিতর্ক উঠেছে, রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা পার্থ চট্টোপাধ্যায়ের এক মন্তব্যকে ঘিরে। সর্বদল বৈঠকে সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ককে না নিয়ে সাংবাদিকদের প্রশ্নের প্রশ্নের উত্তরে পার্থবাবু বলেন, ‘উনি কোনও দল নাকি? দল হলে তবে না সর্বদল বৈঠকে আসবেন!’ এছাড়া, কটাক্ষের সুরে বলেন, ‘তাঁর যদি এতই বৈঠকে যোগদানের ইচ্ছা থাকে, তাহলে এই বিষয়ে স্পিকারের সঙ্গে কথা বলব।’

পার্থবাবু এদিন সাফ বুঝিয়ে দেন, তাদের কাছে সংযুক্ত মোর্চার বিধায়কের কোনও মূল্য নেই।

তবে, সর্বদলীয় বৈঠকে ডাক না পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। এ ব্যাপারে নওশাদ জানান, ‘সর্বদলীয় বৈঠকে আমাকে অফিসিয়ালি কল বা মেইল করা হয়নি। সেইজন্য আমি সর্বদলীয় বৈঠকে উপস্থিত হইনি। আমাকে না ডাকার কারণ জানতে মাননীয় স্পিকারের কাছে মেইল করছি ।

সর্বদলীয় বৈঠকে না ডাকা নিয়ে নওশাদ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। নওশাদ এ ব্যাপারে ’আপনজন’কে বলেন, ‘জনমানসে একটা প্রশ্ন ঘোরে যে তৃণমূল আর বিজেপির মধ্যে একটা সেটিং আছে। সেক্ষেত্রে সর্বদলীয় বৈঠকে না ডাকা নিয়ে প্রশ্ন তুলছে ওই কথার উপরে।’

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর