মেদিনীপুরঃ তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। খেজুরীর তালপাটি ঘাট কোস্টাল থানার অন্তর্গত উত্তর বোগাতে শিশু শিক্ষা কেন্দ্র স্কুল এর ভেতর ২টি তাজা বোমা উদ্ধার হল। স্কুলের সিঁড়ির কাছে বালির ওপর বোমা দুটি সকালে নজরে আসে স্থানীয়দের। ঘটনাস্থলে তালপাটি ঘাট কোস্টাল থানার পুলিশ পৌঁছে বোমা দুটি উদ্ধার করে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য।