জৈদুল সেখ, কান্দি: গত এক বছর ধরে জীবন্তি থেকে শেরপুরের রাস্তার অবস্থা এতটাই বেহাল অবস্থা যে, সাধারণ মানুষের অর্থাৎ বাইক থেকে টোটো এবং বাস যাওয়ার অযোগ্য হয়ে উঠেছে। এমনকী অ্যাম্বুলেন্স যাওয়ার ক্ষেত্রে ১০ মিনিটের রাস্তা এক ঘন্টারও বেশি সময় লেগে যাচ্ছে।
বর্তমান সময় রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, প্রায় বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি চলাচল। বিপাকে হাজার হাজার মানুষ। কখনোও বা রাতের অন্ধকারে উল্টে যাচ্ছে ট্র্যাক।
উল্লেখ্য, বীরভূম থেকে আসা শেরপুর রাস্তা হয়ে বহরমপুর মালদা যাওয়া গাড়িগুলো অতিরিক্ত বালি এবং পাথর ওভারলোডের ফলে অত্যধিক ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘ ১০ কিমির মতো রাস্তা। যার ফলে নাজেহাল অবস্থা যানবাহন থেকে সাধারণ মানুষের। বারবার প্রশাসনকে জানিয়েও শুরাহ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসীরা।