ভাঙড়ে অভিনেতা সোহমের উপস্থিতিতে রক্তদান শিবিরের আয়োজন, করা হল বস্ত্র বিতরণও

ভাঙড়: করোনা আবহে রক্তের চাহিদা মেটাতে এবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা শেখ সাবির।

 

ভাঙড়ের কুলবেড়িয়ায় রবিবার রক্তদান শিবিরের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন অভিনেতা তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তী। উপস্থিত ছিলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম, জুলফিকার মোল্লা -সহ অন্যান্যরা।

 

এদিনের এই রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি এদিন উপস্থিত প্রায় পাঁচশো সাধারণ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। বস্ত্র তুলে দেন উপস্থিত অতিথিরা। বর্তমান সময়ে রক্তের চাহিদা মেটাতে রক্তদান ও মানুষের আর্থিক অনটনে বস্ত্র প্রদান ও অন্ন প্রদানের জন্য শেখ সাবিরকে ধন্যবাদ জানান অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী।

করোনা আবহে চরম দুরাবস্থার সময় এই রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ খুবই গুরুত্বপূর্ণ বলে জানান আরাবুল ইসলাম।

Latest articles

Related articles