মিশন ২০২৪! আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দিল্লি জয়ের নকশা তৈরি করছে কংগ্রেস। এই লক্ষ্য ভেদে পদ খোয়াতে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। লোকসভার দলনেতা পদ থেকে তাঁকে সরানো হতে পারে বলেই কানাঘুষো।
সামনেই লোকসভার অধিবেশন। আর এই অধিবেশনের আগেই দলকে চাঙ্গা করতে রদবদলের ছক কষছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী। তবে অধীরের ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্কের ভিত মজবুত করতেই হয়তো এই সিদ্ধান্ত নিতে চলেছেন সোনিয়া গান্ধী। কারণ বরাবরই তৃণমূল সুপ্রিমোর প্রতি সুর নরম রেখেছে কংগ্রেস হাইকমান্ড। অন্যদিকে, বরাবর চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে বিঁধে গিয়েছেন অধীর।
মোদী বিরোধী মুখ হিসাবে ক্রমশ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ জোড়াল হয়ে উঠছে। অন্যদিকে, লোকসভাতেও তৃণমূল বিরোধী বলেই পরিচিত অধীর। তাই লোকসভা ভোটের আগে মমতার সঙ্গে সম্পর্ক সহজ করতে সরানো হতে পারে অধীর চৌধুরীকে। আর তাঁর বিকল্প হিসাবে উঠে আসছে রাহুল গান্ধীর নাম। যদিও রাহুল এখনও এই বিষয়ে সম্মতি জানাননি বলেই সূত্রের খবর। তবে অধীরের জায়গায় রাহুল আসুক, তেমনই দাবি উঠছে কংগ্রেস শিবিরে।