আজ স্বাস্থ্য ভবনের সামনে নার্সদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়।স্বাস্থ্য ভবনের সামনে নার্সরা যখন অবস্থান-বিক্ষোভ দেখায় তখন তাদেরকে জোর করে পুলিশ সরিয়ে দেয়। বিক্ষোভকারীদের দাবি তারা কনট্রাকচুয়াল নার্স তাদের পার্মানেন্ট করা হোক। তাদের দাবি ভোটের আগে স্বাস্থ্য ভবনে তারা ফর্ম ফিলাপ করেছিলেন। কিন্তু এখনও তারা চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন। অথচ তারা প্রত্যেক দিন সময় মত ডিউটি করছেন। তাদের দাবি অবিলম্বে তাদের পার্মানেন্ট স্টাফ হিসেবে হিসেবে নিয়োগ করা হোক।
বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয় স্বাস্থ্য ভবনের সামনে। বিক্ষোভ একসময় এমন পর্যায়ে চলে যায় পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় নার্সদের। পুলিশ জানায় অনেক অনুরোধের পরও আন্দোলনকারীরা বিক্ষোভ থেকে সরছিলেন না। বাধ্য হয়ে তারা বিক্ষোভ কর্মসূচি ছত্রভঙ্গ করতে বাধ্য হন।