মালদা,গোলাম হাবিব: ব্যাঙ্ক থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু এক মহিলার।আরেকজন মহিলাকে জখম অবস্থায় ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। একটি বেপরোয়া স্করপিও-র ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। কালিয়াচক থানার জালালপুর মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম আসিনা বেগম(৪০)। জখম মহিলার নাম সারমিন খাতুন(৩৫)। জালালপুর ঝাবিতলায় বাড়ি তাঁদের। মঙ্গলবার দুপুরের দিকে তাঁরা এসেছিলেন জালালপুরের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে। সেখান থেকে ৪টা নাগাদ বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে যাচ্ছিলেন। ওই সময় বেপরোয়া স্করপিওটি তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আসিনার। ওই এলাকায় ট্রাফিক পুলিশের নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Popular Categories