দলটাকে দেখে লজ্জা লাগছে, বিজেপি এখন জগাখিচুড়ী হয়ে গেছে, আক্ষেপ বিজেপি নেতা জয় ব্যানার্জির

নিউজ ডেস্ক : বিধানসভা ভোটে ভরাডুবির পর থেকেই বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব বেড়ে চলেছে। একের পর এক বিজেপি নেতা তৃণমূলের যোগ দিতে ঝুঁকে আছেন। অনেকে প্রকাশ্যে দ বিরোধী মন্তব্য করছেন। শৃংখলা রক্ষা কমিটি গঠন করেও কাজের কাজ কিছুই হয়নি। কেন্দ্রীয় নেতৃত্বের বার বার বলা সত্বেও সৌমিত্র, রাজিব, তথাগত কারোর মুখে লাগাম নেই। আবার শুভেন্দু দিলীপ দ্বন্দ্ব ও অন্তরে বলছে প্রবল। বিজেপি এখন দুটো নয় বিভক্ত বেশ কিছু শিবিরে। এসব দেখে খারাপ লাগছে বিজেপি নেতা এবং অভিনেতা জয় ব্যানার্জি। তিনি আক্ষেপ করে বলেন, দলটাকে দেখে লজ্জা লাগছে। দুঃখ হয়। বিজেপি এখন জগাখিচুড়ী হয়ে গেছে।

 

আজ জয় ব্যানার্জি বলেন, ‘‌রাজ্য বিজেপি তো এখন জগাখিচুরি হয়ে গিয়েছে। আমার আজ রাজ্যে বিজেপিকে দেখে লজ্জা লাগছে, দুঃখ হয়। প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে। এক নেতা আরেক নেতার নামে প্রকাশ্যে গর্জে উঠছে। এক নেতা এগিয়ে যাচ্ছে তো আরেকজন তাকে টেনে নামাতে চাইছে। যখন ইচ্ছা হচ্ছে বলছে পদত্যাগ করে দিয়েছি, আবার কয়েক ঘণ্টা যেতে না যেতেই বলছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে পদত্যাগ করছি না। প্রতিদিন এখন রাজ্য বিজেপিতে নাটক চলছে। আমার মন্তব্য নিয়ে যে যা ইচ্ছে মনে করুন। কিন্তু এটা বলে রাখি এরকম চলতে থাকলে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে বিজেপি পুরসভা নির্বাচন আর পঞ্চায়েত নির্বাচনে ডজন ডজন গোল খাবে।’‌

 

 

 

জয় ব্যানার্জির কথায় গুরুত্ব দিতে নারাজ আর এক জয়। তিনি এটাকে তার ব্যক্তিগত মতামত বলে মন্তব্য করেন। জয়প্রকাশ মজুমদারের কথায়, ‘‌জয় ব্যানার্জির এটা ব্যক্তিগত মতামত। জয় ব্যক্তিগত মতামতের বিষয়ে কিছু বলতে চাই না। ভারতবর্ষে সবাই নিজের মতামত তুলে ধরেন। এক্ষেত্রে জয় ব্যানার্জিও নিজের মতামত দিয়েছেন।’‌

Latest articles

Related articles