বীরভূম: পথদুর্ঘটনায় মৃত্যু হল উত্পল সেন(৪৫) নামে এক প্রান্তিক ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে আজ সকালে বীরভূমের ময়ূরেশ্বর থানার ছামনা গ্রামে। নিজের গ্রাম থেকে মোটরসাইকেলে কলেশ্বর মোড় বাস স্ট্যান্ডে তার দোকানে আসার সময় এই দুর্ঘটনা ঘটে। একটি রড বোঝাই লরি তার দেহ পিষে ছিন্নভিন্ন করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহীর। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মুর্শিদাবাদ জেলার বেলগ্রামের কাছে লরিটিকে আটক করেছে পুলিশ।