NBTV
হাসনাবাদ
উত্তর ২৪ পরগণা জেলার হাসনাবাদ হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা জলের নিচে। নদীর বাঁধ ভেঙে সমগ্র এলাকা জলমগ্ন আজ ১৮ দিন ধরে। হাসনাবাদে বসবাসকারী মানুষ অনেক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্যোগের একদিন পরে হেলিকপ্টার এলাকা পরিদর্শন করলেও মানুষের দুঃখ কষ্ট মেটানোর জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি ভাঙ্গা বাঁধ মেরামত করে এলাকা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার প্রশাসনিক উদ্যোগ চোখে পড়েনি। সরকারি ত্রাণ অপ্রতুল। মানুষকে নির্ভর করতে হচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সাহায্যের উপরে।
সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান আক্ষেপ করে বলেন কলকাতায় দুর্যোগ মোকাবেলা বাহিনী ও সেনা নামিয়ে যদি তিন দিনের মধ্যে বিদ্যুৎ, পানীয় জল সহ সমস্ত পরিষেবা স্বাভাবিক করা যায়, তাহলে উত্তর 24 পরগনা হাসনাবাদ হিঙ্গলগঞ্জ এলাকায় কেবলমাত্র 200 মিটার বাঁধ ভেঙে যাওয়ার কারণে 18 দিনে কেন জলমগ্ন থাকবে ?
এদিন জমিয়তে আহলে হাদিস পশ্চিমবঙ্গের সম্পাদক ডা. আলমগীর সরদারের নেতৃত্বে এক প্রতিনিধিদল তিনশত পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়াতের জেলা সম্পাদক আব্দুল হামিদ ফাইজি, হানিফ আল হাদি, মোঃ নাজিবুল্লাহ, মেহেরুল মোল্লা প্রমুখ।